Daily News BD Online

তৃতীয় লিঙ্গের মাঝে এমপি খোকার ঈদ সামগ্রী বিতরণ


মোঃ নুর নবী জনিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।

সোমবার দুপুরের দিকে নিজ কার্যালয়ে পৌরসভাসহ ৯টি ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন তিনি।

উপহার হিসেবে পোশাক, নগদ অর্থ, চিনি, সেমাই, দুধের প্যাকেট, চাউল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।


প্রত্যেক উৎসবেই তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোকে আলাদা করে উপহার তুলে দেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।

এসময় এমপি খোকা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা অবহেলিত জনগোষ্ঠীর সুখে দুঃখে পাশে আছি এবং থাকব।”


এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে সাধারণ মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন