উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি (নড়াইল) :
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার পাচজন। নড়াইলে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে (১৮ এপ্রিল) রাতে এসআই (নিঃ) সুজাত সঙ্গীয় ফোর্সসহ পারিঃ জারিঃ ৩৯/২০১৯ এর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে অত্র উপজেলার তাড়াশী গ্রামের জনৈক সামছেল মোল্যার ছেলে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে নড়াইলের লোহাগড়া থানার রামপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের শওকত আলী ও একই উপজেলার পেড়লী গ্রামের লেন্টু শেখ এবং নড়াইলের নড়াগাতি থানাধীন মাউলী গ্রামের মোঃ রিয়াজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Tags
বাংলাদেশ