মোঃ মুনছুর আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আশ্রয়ন প্রকল্পবাসী ২০০ পরিবারকে ঈদ উপহার দিলেন সুজন।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পবাসী ২০০ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের হঠাৎপাড়া, গোয়ালদিঘী ও ঘোপলাপুকুর আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের হাতে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় ঈদ উপহার হিসেবে প্রতিজন মানুষকে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সেমাই ,এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তেল, দুই কেজি আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য প্রদান করা হয়।এসব পণ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় দরিদ্র মানুষরা।
ঈদ উপহার বিতরণের সময় উপহার পাওয়া আশ্রয়ণ প্রকল্পবাসীদের কাছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমার পিতা ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগের তুলনায় প্রতিটি এলাকা উন্নত হয়েছে। ধর্মীয় প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্নভাবে উন্নয়নের জন্য সহযোগীতা করছেন।
এসব বিতরণের সময়, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাত আলী, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলামপ্রমুখ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ