Daily News BD Online

আলফাডাঙ্গায় অস্বাভাবিক আচরণ করায় মাদকাসক্ত যুবক আটক


আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় অস্বাভাবিক আচরণ ও এলোমেলো ঘোরাফেরা করার কারণে মো. দোলোয়ার হোসেন মৃধা দিপু (৩৮) নামে মাদকাসক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশ। পরে ওইদিন দুপুরেই তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়। থানা সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন দিপু ঘটনাস্থলে এলোমেলো ঘুরাফেরা করতেছিলো। এসময় বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে তার উপস্থিতির বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে গেলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞেসবাদ করলে সে বিভিন্ন ধরণের এলোমেলো কথা বলে। আটককৃত ব্যক্তি সম্পর্কে তার নিজ এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দিপু দীর্ঘকাল ধরে মাদকসেবন করে। নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন সময় তার পরিবারের লোকজনকেও মারধোর করেছে। মাদকসেবনের কারণে এরআগেও জেলহাজতে গিয়েছিল সে। নাম প্রকাশে অনিচ্ছুক অবসরপ্রাপ্ত এক শিক্ষক জানান, 'যুব সমাজকে ধ্বংসের মূখে ধাবিত করছে দিপু। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব‍্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি কামনা করেন তিনি।' এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের জানান, 'আটককৃত ব্যক্তিকে এলোমেলো ঘুরাফেরা ও উল্টাপাল্টা কথাবার্তার কারণে তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্য বিধির ১৫১ ধারায় ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন