Daily News BD Online

সিরাজগঞ্জ -৫ আসনে জনপ্রিয়তায় শীর্ষে নুরুল ইসলাম সাজেদুল


মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ

তাঁত সমৃদ্ধ এলাকা বেলকুচি ও যমুনা নদীর পূর্ব পাড় চৌহালী নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসন।  স্বাধীনতার পর থেকেই যে দলের সংসদ এই আসন থেকে নির্বাচিত হয়েছে, তারা সরকার গঠন করেছেন। তাই এই আসনের উপর কদর একটু আলাদা। তাই আগামীতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মাঠ চুষে বেড়াচ্ছেন অনেক হেভিওয়েট প্রার্থী । একাধারে তিনবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরেও, ২০০৮ এর পরে হয়নি কোন দৃশ্যমান কোন উন্নয়ন।  তাই এবার ভোটাররা চাচ্ছেন  নতুন মূখ।
 
কিন্তু ২০১৪-২০২৩ সাল পর্যন্ত কোন দৃশ্যমান উন্নয়ন চোখে পড়েনি সিরাজগঞ্জ -৫ আসনে সাধারণ জনগন। তাছাড়াও দলীয় নেতৃবৃন্দর সাথে বিতর্কে জড়িয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ।  এই আসনে রয়েছে অনেক হেভিওয়েট একাধিক  প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় এগিয়ে আছেন, সিরাজগঞ্জের জেলার সবচেয়ে জনপ্রিয়  বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ আসনে (বেলকুচি, চৌহালী,এনায়েতপুর)  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ নুরুল ইসলাম সাজেদুল  জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় বিরতিহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী আশা করছেন, আগামী সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সাজেদুল  মনোনয়ন পাবেন।

নুরুল ইসলাম সাজেদুল  প্রার্থিতা ঘোষণা দেয়ার পর থেকে চৌহালী -বেলকুচি  উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

কয়েকযুগ ধরে গণমানুষের পাশে আছেন তিনি । তরুণ এই আওয়ামীলীগ নেতা,  সামাজিক দায়বদ্ধতা থেকে সাজেদুল  সিরাজগঞ্জ -৫ আসনের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই দানশীল ব্যক্তি এ আসনের অনেক মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করে দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তির ব্যবস্থা করে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। চৌহালী-বেলকুচি উপজেলার মানুষের সেবায় তার অবদান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যা, করোনা,  ঘূর্ণিঝড়সহ যে কোন দুর্যোগে সিরাজগঞ্জ -৫ (চৌহালী) আসনের গণমানুষের পাশে থাকেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান। কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়েকে সৎপাত্রের হাতে তুলে দেয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠানে ব্যপক উন্নয়ন করেছেন তিনি ।  
এ অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ এবং বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন তিনি।


আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরিপের মাধ্যমে  সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে  নুরুল ইসলাম সাজেদুল এর বিকল্প নেই বলে সাধারণ ভোটাররা মনে করেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, নুরুল ইসলাম সাজেদুল  আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। এ আসনে তার বিকল্প নেই। তিনি এমপি নির্বাচিত হলে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, টিআর কাবিখা বিক্রি ও নিয়োগ বাণিজ্যের করবেন না বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরুল ইসলাম সাজেদুল এর সততার মূল্যায়ন করবেন।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের এক প্রবীণ নেতা বলেন, আসন ধরে রাখতে হলে নৌকা মাঝি পরিবর্তন করা আমাদের তৃনমুল কর্মীদের প্রানের দাবী।  আমরা ক্লিন ইমেজ ও কর্মীবান্ধব, ভদ্র,মেধাবী নুরুল ইসলাম সাজেদুল কে আগামীতে আওয়ামীলীগের মনোনয়ন দিলে, এই আসন ধরা রাখা সম্ভব ।  
 এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বলেন, বাপ- বেটার আমলে চৌহালী উপজেলায় এক ইঞ্চি যায়গা পাঁকা করতে সক্ষম হয়নি । তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আকুল আবেদন করছি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন অরাজনৈতিক ও ব্যবসায়ী কে মনোনয়ন  না দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন