শাহাদাত হোসেন মানিক, নিজস্ব সংবাদদাতা :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসাবাসরত সকল জাতি ধর্মের এমনকি সকল শ্রেণির পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির।
তিনি বলেন, সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি ।
রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার । তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দকে সবাইকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি । সেই সাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা । যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন পারে।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত দূর হয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক প্রতিটি মানবের উপর।
গতকাল কামারপাড়া স্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব হাবিব হাসান এমপি এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ঈদ বস্ত্র উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের ৫৪ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোঃ যুবরাজ খান এবংঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির।
নাসির উদ্দীন আরও বলেন, আমি আমার সাধ্য মত চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাড়াতে।
তিনি সবাইকে এই ঈদে গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। তিনি বলেন, আমি মনে করি অসহায় মানুষের দোয়া ও ভালোবাসাই হলো আমার জীবনের পরম পাওয়া।
Tags
বাংলাদেশ