Daily News BD Online

হাতে স্যালাইন লাগানো অবস্থায় এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থী সাদিয়া


আবু রায়হান, পটুয়াখালী থেকে :


শিক্ষার্থী (সাদিয়া আফরিন আসা) দুমকি উপজেলার আংগারিয়া  ইউনিয়নের সাতানী আমিরউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী। দুমকি উপজেলায় এ.কে বহুমুখী (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সাদিয়া আফরিন আশা, কিছুক্ষণ পরে অবস্থার অবনতি হলে।

তার বাবা মোঃ আবু জাফর জমাদ্দার দ্রুতভাবে দমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পরে সেখানে ভর্তি করার জন্য বলা হয়।

এদিকে মোসাম্মদ সাদিয়া আক্তারের পরীক্ষা আরম্ভ হয়ে যায়। তাই দ্রুতভাবে হাতে স্যালাইন লাগানো অবস্থায় তাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবাং পরীক্ষায় অংশ গ্রাহন করে মোহাম্মদ সাদিয়া আফরিন আসা।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন। সাদিয়া আফরিন অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসছে আমাদের যতটুক সম্ভব শারীরিক এবং মানসিক সহায়তা দিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন