নেত্রকোণা প্রতিনিধি : প্রেমে সাড়া না দেয়ায় প্রকাশ্যে বখাটে যুবক এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার বখাটে ছেলে কাউছার (১৯) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণকে (১৬) স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। মুক্তি প্রেমে সাড়া না দেওয়ায় বখাটে কাউছার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ী ফেরার পথে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজন আশংকাজনক অবস্থায় মুক্তিকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা হাসপাতালে পরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মুক্তি বর্মনের মৃত্যুতে এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে বইছে শোকের মাতম। তারা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাউছারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Tags
বাংলাদেশ