সঞ্জয় সাহা, গাইবান্ধা থেকে :
বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, অবসর গ্রহণের ৩ মাসের মধ্যে অবসর ও কল্যান টাকা প্রদানের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ( বাকশিস)।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বুধবার সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বাকশিস সভাপতি একরামুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, জেলা বাকশিস উপদেষ্টা মমতাজুর রহমান বাবু, নিয়ামুর রহমান পামেল, জেলা বাকশিস মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক রোকেয়া খাতুন, সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মধু মিয়া, পলাশবাড়ী উপজেলার সহ-সভাপতি আতাউর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ এ,এইচ, এম আহসান হাবীব,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, সাদুল্যাপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা।
এছাড়াও অধ্যক্ষ দের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ জার্সিস কাদের, বকুল মিয়া, মশিউর রহমান, দেলোয়ার হোসেন নুরী,এ,কে,এম আব্দুল নুর সহ অনেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা- অবিলম্বে বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,সরকারি চাকুরীজীবিদের ন্যায় বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, অবসর গ্রহণের ৩ মাসের মধ্যে অবসর ও কল্যান টাকা প্রদানে কার্যকরি উদ্যোগ ও পদক্ষেপ গ্রহনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেন।