Daily News BD Online

এসএসসি ও দাখিল সমমানের প্রশ্ন দেয়ার নামে মেসেঞ্জারে টাকা নিয়েই ব্লক করে দিত


মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ


এসএসসি দাখিল পরীক্ষা-২০২৩ এর ভূয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। চাঁপাই- নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকা থেকে দুই জন ব্যক্তিকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেন চাঁপাই- নবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি টিম, জানা গেছে এসএসসি বোর্ড প্রশ্নপত্র ফেসবুক আইডি তৈরী করে সেখানে থেকে ভূয়া প্রশ্নপত্রের নমূনা আপলোড দিয়ে ১০০% কমন আসবে বলে প্রতারণার ফাঁদ পেতেছিল প্রতারকরা।

এরপর দেশের বিভিন্ন জেলা হতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করে, অতপর দেশের বিভিন্ন জেলা হতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে, এসএসসি বোর্ড প্রশ্নপত্র নামক আইডি থেকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়া হবে বলে তাদের প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দিয়ে যারা টাকা পাঠায়, টাকা পাবার পরপরই ভুক্তভোগীদের ফেসবুক মেসেঞ্জার সঙ্গে সঙ্গে ব্লক করে দেয়া হয়।

এঘটনার সংবাদ পাওয়ার পরপরই  চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম বারের, নির্দেশক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ রোকনুজ্জামান সরকার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৬ তারিখে গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়ন হতে ঘটনার সাথে সরাসরি জড়িত প্রতারক চক্রের- ২জনকে আটক করা হয়।

তারা হলো বোয়ালিয়া ইউনিয়নের গোমস্তাপুর থানার, মোঃ আব্দুস শুকুরের ছেলে হাসিব(২০) একই ইউনিয়নের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হামিদুর রহমান, শান্ত(২২) তাদের নিজ নিজ বসতবাড়ী হতে এদের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ ও বিকাশ হতে উত্তোলনকৃত টাকা উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় সংশ্লিষ্ট ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন