Daily News BD Online

ঘরে চুরি নাটক, সত মাকে ফাঁসনোর চেষ্টা


শ্রীনগর উপজেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকিরাপারা গ্রামে চুরি'র নাটক সাজানার অভিযাগ পাওয়া গেছে। গত ৬মে শনিবার দিবাগত রাত উপজেলার পাকিরাপারা এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ফজল হকের প্রথম স্ত্রী মারা যায়, পরে দ্বিতীয় বিয়ে করেন ফজল হক। তিনি তার দ্বিতীয় স্ত্রী কে ৩শতাংশ জায়গা লিখে দেন। সেই থেকে প্রথম স্ত্রী সন্তান নুরজামাল(রাকিব) সত মা"কে একের পর এক ঝামেলা ফেলতে চায় সিঙ্গাপুর প্রবাসী।
 রাকিবের স্ত্রী রাসেদা(২৮),ফজল হক বলেন,  আমার সন্তান আমার কোন খবর নেয় না আর কোনও খরচ দেয় না।তাই আমি আমার স্ত্রী কে ৩শতাংশ জায়গা লিখে দিয়েছি এই জন্য। এখন চুরির নাটক সাজানো হয়েছে। 

ইউপি সদস্য ইউনুস আলী বলেন, বিষয় টি আমাকে অবগত করা হয়েছে। আমি গিয়ে দেখেছি।

শ্রীনগর থানা এস আই মাসুদ বলেন, অভিযোগ পেয়েছি, অজ্ঞাত আসামি করা হয়েছে। তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন