Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের


বিশেষ প্রতিনিধি, সানোয়ার হোসেন :
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পৃথক বজ্রপাতে ৩ ইউনিয়নের ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে বৃষ্টির সময় সদর উপজেলার চরবাগডাঙ্গা,শাহজাহানপুরও দেবীনগর ইউনিয়নে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), শাহজাহানপুর ইউনিয়নের,ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫)  ও দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. ইসারুল (৪২)।


স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হলে ধান কাটা ফেলে মাঠ থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হন চরবাগডাঙ্গা ইউনিয়নের মো.রফিকুল ইসলাম। এছাড়াও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন দেবীনগরের হড়মার গ্রামের মো. ইসারুল।

অন্যদিকে শাহাজাহানপুর ইউনিয়নের স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, তিনি রাস্তা অতিক্রম করছিলেন এমন সময় বৃষ্টি শুরু হলে তিনি চাঁদতারা নামক মসজিদের পাশে একটি দোকানে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন