আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ফুলবাড়ী থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৯০ পিচ ইয়াবা বড়িসহ ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
গত সোমবার (৮ মে) দিনব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রুদ্রানী বিওপি ক্যাম্পের সদস্যরা ১৯০ পিচ ইয়াবা বড়িসহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করে। আটককৃত স্বামী-স্ত্রী হলেন উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝকজকা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জহুরুল হক (৪০) ও তার স্ত্রী মিনারা বেগম (২৬)। অপরদিকে একই দিন থানা পুলিশ পৌরসভার সুজাপুর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ (২৯) নামের এক ফেন্সিডিল কারবারীকে আটক করেছে। রাশেদ বিরামপুর উপজেলার রানীনগর দেশমা গ্রামের মজিবর রহমানের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য মামলায় অন্য আরো পাঁচজনকে আটক করা হয়েছে।#
Tags
বাংলাদেশ