Daily News BD Online

শামীম আহসান'র প্রাণ তুই এ হৃদয়ের


বিনোদন ডেস্ক: 
ডাংগুলি এন্টারটেইনমেন্টস এর ব্যানারে সম্প্রতি রিলিজ হয়েছে ১৩৮ তম দিন নাটকের টাইটেল সং প্রাণ তুই এ হৃদয়ের।

শামীম আহসানের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন তোর মন পাড়া খ্যাত কণ্ঠশিল্পী মাহদী সুলতান এবং পূর্ণতা তানজুম।গানটির সংগীত করেছেন দীন ইসলাম শারুক।শামীম আহসানের পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অভিনেতা সঞ্চালক ইমতু রাতিশ এবং নাজমী জান্নাত। গানটি অবমুক্ত হওয়ার পর থেকে দর্শক শ্রোতারা গানটি ভালবেসে গ্রহণ করেছেন।

প্রাণ তুই এ হৃদয়ের গানটি সম্পর্কে গানটির গীতিকার, সুরকার ও ভিডিও পরিচালক শামীম আহসান বলেন। গানটি আমার পরিচালনায় ১৩৮ তম দিন নাটকটির গল্পের প্রেক্ষাপটেই করা। গানটি মূলত প্রেমের গান।গানটির কথা ও সুর খুবই মিষ্টি সেই সাথে মাহদী সুলতান আর পূর্নতার অসাধারণ গায়কী। সবমিলিয়ে নাটকটির মতো গানটিও সবাই ভালবেসে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।

বদিউল আলমের প্রযোজনায় ডাংগুলি এন্টারটেইনমেন্টস ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি অবমুক্ত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন