Daily News BD Online

ভোলার দৌলতখানে ইউপি নির্বাচনে ভোট বর্জন


ভোলা প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন নাজু হাওলাদার বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন। (২৫ মে) বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দেন।
তিনি অভিযোগ করেন, ২১ মে থেকে তার উপর প্রতিদ্বন্দি প্রার্থী আঃ হাই (নৌকা প্রতীক) তার ক্যাডার বাহিনী নিয়ে তার প্রচারনায় বাধা, অফিস দখল, বাড়িতে গুলি ও বোমা হামলা অব্যহত রাখে। এসব বিষয় প্রমাসনকে জানালে তার কোন প্রতিকার পাওয়া যায়নি। ২৪ মে দিনগত রাতে শতাধীক সন্ত্রাসী তার বাড়িতে লুটের উদ্দেশ্যে গুলি চালিয়ে হামলা করে, সাথে সাথে পুলিশের সহায়তা চাইলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও তারা আমার একটি বাগানের সুপারি ও মেহগুনি গাছ কেটে বিনস্ট করে। যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। নির্বাচনের দিন (২৫ মে) বৃহস্পতিবার ৯টি কেন্দ্রে এজেন্ট দিলে ভোট শুরু হলে ১ঘন্টায় আনারস প্রতীকে ভোট পরতে শুনে, তার পরে প্রতিটি কেন্দ্র থেকে প্রশাসনের সামনে ৯টার মধ্যে এজেন্টদেরকে মার পিট করে কেন্দ্র থেকে বেড় করে দেয়। ৯নং কেন্দ্রে তার ২ মেয়ে ও ১ জামাতাকে প্রশাসনের সামনে প্রিজাইটিং অফিসারের রুমে নিয়ে আটকে রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান তাদের সাথে খারাপ আচরন করে, তার সাথে প্রতিদ্বন্দি প্রার্থী আঃ হাইর ক্যাডারেরা তার মেয়েদেরকে বাহিরে বাহির হইলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাবে বলে হুমকি দেয়। ভোটারেরা কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের হাতে ছাপ নিয়ে তাদের বিদায় করে দিয়ে নিজেরা নৌকা প্রতীকে ভোট দেয়। কয়েকজন সাংবাদিক সহায়তায় তার ২ মেয়ে ও জামাতাকে ৯নং ডাকাতিয়া কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে,এর প্রতিবাদে তিনি ভোট বর্জন করেন এবং পূনরায় সুষ্ঠ ভোট দেয়ার জন্য নির্বাচর কমিশনারের কাছে দাবী জানান। এসময় এলাকার জনগনসহ বিভিন্ন সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন