Daily News BD Online

ভোলার তজুমদ্দিনে হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি


মিজানুর রহমান, ভোলা থেকে :

ভোলা-তজুমদ্দিনের কেয়ামূল্যা ৫ নম্বর সাইট এ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু না করায় মেঘনা নদীর তীরবর্তী ভূখণ্ড ক্রমশ তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গ্রামের সহস্রাধিক অধিবাসী। দু'মাসের অব্যাহত  মেঘনা নদীর ভাঙনে শতাধিক ঘরবাড়ি এখন ভাঙনের ঝুঁকিতে।  বুধবার ( ২৪ মে) দুপুরে সরজমিনে ঘুরে ও এলাকাবাসির সাথে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ,দেড়মাস আগে পার্শ্ববর্তী ছয় নম্বর সাইট ও সোনাপুর ইউনিয়নের দুই ও তিন নম্বর সাইটে কাজ শুরু হলেও কেয়ামূল্যা পাঁচ নম্বর সাইটে কোন জিওব্যাগ ডাম্পিং শুরু হয়নি। কোথাও একশত ফিটের অধিক জায়গা নদীতে বিলীন হয়েছে। এতে উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে দিনাতিপাত করছে এ এলাকার অধিবাসীরা।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটের সর্বমোট চৌদ্দ কিলোমিটার নদীতীর জিওব্যাগ ডাম্পিং এর ওয়ার্ক অর্ডার থাকায় ইতোমধ্যেই বিভিন্ন সাইটে কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিওটেক্সটাইল লিমিটেডের লোকবল ও বার্জ স্বল্পতায় পাঁচ নম্বর সাইটের কাজ শুরু করতে পারেনি। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, বিষয়টি আমি দেখছি এবং দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা নিবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন