Daily News BD Online

শিবগঞ্জে দুই বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী


মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছর আগে রাস্তা পাকা করনের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি । অর্ধেক কাজ করে রেখে দেয়ার ফলে চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী । জানা যায়, উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার ঠুটাপাড়া সমীর মোড় থেকে শুরু করে মাসুদপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ১.৬ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শুরু হয়েছিল গত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ।

প্রায় দেড় কোটি টাকা বাজেটের এই রাস্তার কাজ শুরু হয়ে ইটের খোয়া দেয়ার পরে হঠাত অজ্ঞাত কারনে তা বন্ধ হয়ে যায় । দেড় কিলোমিটার রাস্তার উপর ইটের খোয়া দিয়ে রেখে দেয়ার ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্পেটিং এর কাজ শেষ করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী । সরেজমিনে গেলে স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড সদস্য মো: সমীর উদ্দীন সহ মো: জোহরুল ইসলাম, মো: জালাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা মো: আলাউদ্দিন, শিক্ষক মো: মঞ্জুর রহমান, মো: মতিউর রহমান ও মো: সাইফুল্লাহ জানান, গত ২০২১ সালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে মাননীয় এমপি মহোদয় এসে উদ্বোধন করে গেছেন এই রাস্তার কাজ ।


তারপর বালি ও খোয়া দিয়েই রেখে দেয়া হয়েছে । এখন পর্যন্ত আর কোন কাজ না হওয়ায় রাস্তাটি কাঁচা রাস্তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে । এতে যানবাহন চলাচলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে । অনেক জায়গায় রাস্তার পাড় ভেঙ্গে পড়েছে । তদুপরি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় ইটের খোয়াগুলোর মান নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী ।অত্র কাজের ঠিকাদার মো: বাদল আলী বলেন, যেটুকু কাজ করেছি সেটুকুর বিল ঠিক মতো না পাওয়ায় আমি আর কাজ করতে পারিনি।

তবে বিল না পাওয়ার অভিযোগটি অস্বীকার করে এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: হারুন অর রশিদ বলেন, মাঝে মধ্যে বিল পেতে কিছুটা দেরি হতেই পারে, সেজন্য একটা কাজ হাতে নিয়ে মাঝপথে এসে ছেড়ে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা ঠিক হয় নি । আমরা ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও তিনি তা করছেননা ।

এখন আমরা বাধ্য হয়ে সেই টেন্ডারটি বাতিল করে পুন:রায় টেন্ডার করে বাকি কাজটুকু শেষ করার প্রক্রিয়ার দিকেই যাচ্ছি । এসময় একটি কাজের দায়িত্ব নিয়ে এমন দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রকৌশলী মো: হারুন অর রশিদ ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন