Daily News BD Online

ইবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


সানোয়ার হোসেন, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও  বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সমিতির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল আলী ও সমিতির সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, আইন বিভাগের চেয়ারম্যান ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফারিহা ইসলাম  অরিদি। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাকির হোসেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাফফাত হোসেন (শিশির)। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে সমিতির সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন