এ.বি.এম হাবিব, (নওগাঁ) :
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) সকালে মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেন। মেলায় ১৭টি কৃষি স্টল বসানো হয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও গন মাধ্যমকর্মীরা।