Daily News BD Online

দেওয়ানগঞ্জে বন্যা আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


ফারুক মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২৫ মে সকাল ৯ টা সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। উক্ত সভায় প্রধান অতিথি  হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন  মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা   অধিদপ্তর মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক প্রভাতী প্রকল্প ডিডিএস কম্পোনন্ট ও পরিচালক (MIM)  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  নিতাই চন্দ্র দে সরকার, উপপ্রকল্প সমন্বয়ক ( GIS & PM)  কম্পোনন্ট ও সহকারী পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ড মোঃ আরিফুল জামান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান  শাকিরুজ্জামান রাখাল, ইউপি চেয়ারম্যান  সেলিম খান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম (আক্কাস )ইউপি চেয়ারম্যান সাইদুর খান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন