শাহাদাত হোসেন মানিকঃ
রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাওয়া নবীনগর বাইপেল গামী বাস গুলো রাতে নিরাপত্তাহীনতায় নিয়ে চলাচল করে।সন্ধার পর থেকে চলে নির্মল বাহিনীর আত্যাচার,সন্ধ্যা রাতে চাঁদাবাজী রাত ১০ টার পর থেকে শুরু করে ডাকাতি।এতে করে সাধারণ যাত্রী ড্রাইভার হেলপারদের মনে আতঙ্ক কাজ করে।নির্মল ও তার বাহিনী নিয়ে আশুলিয়া জামগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অস্থায়ী ভাবে বসবাস করে।নির্মল মূলত আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য।আশুলিয়া সাভার এলাকার কিছু নেতাদের সাথে ছবি তুলে ফেইজবুকে ছেড়ে রাতারাতি ক্ষমতাধর বনে যায়।দিনের আলোতে একটি সু-সংঘটিত চাঁদাবাজি করার জন্য দল তৈরী করেছে এবং যাহারা চাঁদা দিতে অস্বীকার করে তাদের কে সর্বস্বান্ত করতে আন্তঃজেলা ডাকাতদের কাজে লাগায়।
নির্মল বাহিনী যেহেতু আশুলিয়া বিভিন্ন নেতার পরিচয় দিয়ে চলাচল করেন।তাদের চাঁদাবাজী ও ডাকাতির স্টাইল টা অন্য রকম।নির্মল দেবনাথ বাহিনী চলাচলের জন্য ব্যবহার করে থাকেন ৮ থেকে ১০ টি মোটরসাইকেল।রাস্তায় বাস থামিয়ে ডাকাতি করে বাস মালিক ড্রাইভার হেলপার ও যাত্রীগণ করে সর্বশান্ত।
Tags
বাংলাদেশ