মোঃ হাসান, স্টাফ রিপোর্টার :
কুমিল্লার হোমনা থানা ২০২৩ সালের মার্চ মাসে মামলার রহস্য উদঘাটন ও মাদকসহ কৃতিত্বপূর্ন কর্মের স্বীকৃতি স্বরূপ তিনটি আভিযানিক দলকে পুরস্কার ভুষিত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার (১১ মে) কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) তার কার্যালয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামে মহোদয় এর নিকট নগদ অর্থ পুরস্কার প্রদানও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উল্লেখ্য যে, গত মার্চ মাসে প্রথম অভিযানে ৮০কেজি গাঁজাসহ দু'জন আসামি গ্রেফতার একটি প্রাইভেটকার জব্দ করা হয়। দ্বিতীয় অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তৃতীয় অভিযানে ১৫ হাজার ৬শ' পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সর্বোপরি মার্চ মাসে হোমনা থানা পুলিশ ২শ' ১০ কেজি গাঁজা ১৫ হাজার ৬শ' পিস ইয়াবা উদ্ধার করায় মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় হোমনা থানার অফিসার ইনচার্জকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট পেয়ে ও.সি সাইফুল ইসলাম মাননীয় আইজিপি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়।
Tags
বাংলাদেশ