Daily News BD Online

আজ গণমাধ্যম কর্মী "বাপ্পী খান" এর শুভ জন্মদিন


উজ্জ্বল রায়:
বাপ্পী খান, নড়াইল শহরের সম্ভ্রান্ত এক খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা প্রকৌশলী হাতেম আলী খান (মরহুম) বাংলাদেশের সড়ক ও জনপদের প্রথম চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে উনার নামে নড়াইল শহরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের কাজ চলছে।

বাপ্পী খান পড়াশোনা শেষ করেছেন এবং বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি ব্যবস্থাপনা বিভাগে বি.বি.এস এবং এম.বি.এস সম্পন্ন করেছেন।
এম.বি.এস পড়াকালীন সময় থেকেই তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কাজ শুরু করেন। এরপর থেকে সাংবাদিকতা কেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি (বিইউজেএস) এর সিনিয়র যুগ্ন মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন।

      পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ভয়েস এক্টর (কন্ঠ অভিনেতা)। দীপ্ত টিভিতে জনপ্রিয় তূর্কি সিরিজ সুলতান সুলেমান থেকে তার ভয়েস এক্টিং এর পথচলা শুরু। এরপর থেকে অসংখ্য ভিনদেশী সিরিজ, সিনেমা সহ বেশিকিছু জনপ্রিয় চরিত্রে কন্ঠ দিয়েছেন তিনি। এখনো নিয়মিত কঠ অভিনয় করে যাচ্ছেন। Bongo ওটিটি প্লাটফর্ম সহ কয়েকটি টিভি চ্যানেলে তার কন্ঠে প্রচারিত বেশকিছু জনপ্রিয় সিনেমা রয়েছে। একইসাথে তিনি বেসরকারি একটি রেডিও স্টেশনে নিউজ ও প্রোগ্রাম প্রডিউসার ও আর.জে হিসেবে কাজ করছেন। সেখানে উপস্থাপনা, অনুষ্ঠান নির্মাণ, সংবাদ পাঠ সহ লাইভ টক শো ও রয়েছে তার ফেসবুক ভ্যারিফাইড পেইজে। এছাড়া বর্তমানে নিজের একটি ইউটিউব ও ফেসবুক চ্যানেলও রয়েছে তার।
সবমিলিয়ে তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ত্ব। এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পী খান বলেন, মিডিয়ার এ প্রফেশনগুলো সবই আমি শখের বসে করি এবং একইসাথে আন্তরিকতার সহিত। তিনি বলেন, আমার কাছে মনে হয় সাংবাদিকতা এবং মিডিয়া পেশা অবশ্যই সম্মানের এবং একটি নেশার মত কাজ করে।

    পরিবারে পাঁচ বোনের পর তিনি সবার ছোট এবং বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ও পরিবারের সবার অতি আদরের।

তিনি জানান, ঢাকা শহরে বেড়ে উঠলেও নিজ জেলা নড়াইলের প্রতি সবসময় অন্যরকম একটি টান ও ভালোবাসা অনুভব করি। মাশরাফি বিন মোর্ত্তজা'র নিজ হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি। মহান আল্লাহ তৌফিক দান করলে নিজ জেলার জন্য অনেক ভাল কাজ করার ইচ্ছাও পোষণ করেন তিনি। আজ ১২ই মে গুণী এ মানুষটির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, অজস্র শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সহকর্মী, বন্ধু বান্ধব সহ পরিবার ও আত্মীস্বজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন