Daily News BD Online

দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


হাফেজ নজরুল :

"গ্রামীণ মানুষের কথা বলে" এ স্লোগানে পথচলা শুরু হয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার। হাঁটি হাঁটি পা পা  করে ১০বর্ষ শেষে ১১তম বর্ষে পা রাখলো পত্রিকাটি। পত্রিকাটির আরও প্রচার বৃদ্ধি ও প্রতিনিধিদের মাঝে ভাতৃত্বের বন্ধন অক্ষুণ্ণ রাখতে শুক্রবার পত্রিকার প্রতিনিধি সম্মেলন কুমিল্লার পদুয়ার বাজারস্থ রসনার স্বাদ রেষ্টুরেন্টে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ  নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি ও রেমিট্যান্স যোদ্ধা লালমাই উপজেলার কৃতি সন্তান হাজী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন আহম্মেদ, সিনিয়র সাংবাদিক ও সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কবির, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান, বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ শ্রী বিধান চন্দ্র, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রোটা. মোঃ আবদুল হালিম মজুমদার, নারী নেত্রী ও সফল উদ্যোক্তা লালমাই মোসাঃ নাজমা আক্তার। এ সময় রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশ মাতৃকার সেবায় অবদান রাখায় আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী ফরহাদ হোসেন এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এস.এম. মনির এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার মোঃ
আলমগীর হোসেন চৌধুরী, স্টাফ রিপোর্টার (লালমাই) মাসুদ রানা, স্টাফ রিপোর্টার  (মুরাদনগর) হাফেজ নজরুল, স্টাফ রিপোর্টার (বরুড়া) মোঃ শরীফ উদ্দিন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) মোঃ আলেক হোসেন, স্টাফ রিপোর্টার তোফায়েল মাহমুদ বাহার, স্টাফ রিপোর্টার আবুল খায়ের, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার ইসলামিক বিষয়ক লেখক মোহাম্মদ ইউনুছ বখশী, স্টাফ রিপোর্টার এএইচএম আবুল খায়ের, মোঃ মোতালেব হোসেন, স্টাফ রিপোর্টার এম কে নুর আলম, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আমানুল্লাহ খন্দকার। এসময় উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম রিয়াজ, , লালমাই প্রতিনিধি আফজাল হোসেন, পত্রিকার প্রতিনিধি আফরিন নাহার,  মোঃ রকিবুল ইসলাম রানা, রাজিব সাহা, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ আবদুর রহমান, মোঃ সোহেল রানা, নারী নেত্রী রহিমা আক্তার, সোহাইবুল ইসলাম সোহাগ, মোঃ জানে আলম, অতিথি আছমা আক্তার, স্টাফ রিপোর্টার মোকবুল হোসেন ভূঞা, আবদুল ওহাব, চাষি মোঃ ইমতিয়াজ উৎস, চাষি মোঃ জামিউল, চাষি মোঃ সামিউল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মডেল থানার কর্মকর্তা আসাদুজ্জামান, সদস্য গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ হারেছ মজুমদার, মোঃ সাঈদ হাসান, শেখ মতিউর রহমান, কামরুল হাসান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন