Daily News BD Online

ফুলবাড়ীতে পাগলু গাড়ীর সাথে কুকুরের ধাক্কায় গাড়ী উল্টে আহত ৩ নারী


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

দিনাজপুরের ফুলবাড়ীতে কুকুরের সঙ্গে দ্রুতগামী পাগলু গাড়ির (সিএনজি চালিত টেম্পো) ধাক্কায় তিনজন নারী যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে একজন নারীর অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখ সড়কে।
আহতরা হলেন, উপজেলার এলুয়ারি ইউনিয়নের গণিপুর গ্রামের মোহাম্মদ শামসুদ্দিনের স্ত্রী নাজমুন নাহার (৩২), বারাই চোকারহাট এলাকার উজ্জ্বল মিয়ার স্ত্রী ফাইমা বেগম (৩৫) ও একই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী রোখসানা বেগম (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী একটি দ্রুতগামী পাগলু গাড়ি যাওয়ার সময় আকস্মিকভাবে একটি কুকুর দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লাগে। এতে পাগলু গাড়িটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা উল্লেখিত তিন নারী যাত্রী গুরুতর আহত হন। এ সময় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত নাজমুন নাহারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন