Daily News BD Online

সৌদি আরবে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান


তারেক আজিজ চৌধুরী, সৌদি আরব :


বিভিন্ন কায়দায় মাদক পাচারকারী, মাদক ব্যবহারকারী, নেশাখোর, মাদক ব্যবসায়ী, মাতালদের ধরার জন্য সপ্তাহব্যাপী যৌথ বাহিনীর অত্যন্ত কড়া অভিযান চলছে সৌদি আরব জুড়ে।
 
হাজার হাজার অপরাধী ধরা হচ্ছে। নিয়মিত বিরতিহীন এই অভিযান চলবে বলে খবরে প্রকাশ।

সৌদি নাগরিকের পাশাপাশি ইয়েমেনি, মিশরি, এবং অন্য দেশের নাগরিকদের নামও আসছে এইসব অপরাধের সঙ্গে যুক্ত থাকার অপরাধে।

মাদকাসক্ত ও মাদকদ্রব্য ব্যবসায়ীর উপর নজরদারি করছে সৌদি আরব গোয়েন্দা সংস্থা। সৌদি আরবে চলমান মাদক বিরোধী সাড়াশি অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহবান করেন সৌদি আরব প্রশাসন। তথ্য দিতে ৯১১ বা ৯৯৯ এ কল করুন। আপনার গোপনীয়তা রক্ষা করা হবে।


সর্তকতা সকল প্রবাসীদের প্রতি মাদক কারবারি কিংবা ব্যবহারকারীর সংশ্রব এড়িয়ে চলুন। নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন