Daily News BD Online

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্য বার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে দুই দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন


আনোয়ার হোসেন, রংপুর থেকে :

রংপুর পীরগঞ্জের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া' র ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ মে বুধবার দুপুর ১:০০ ঘটিকায় শাহ্ আব্দুর রউফ কলেজে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানের শুরুতেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 এসময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন; পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী; উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমন মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রিনা, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম,উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ এর সম্মানিত শিক্ষকবৃন্দ এবং চিকিৎসা তত্ত্বাবধানে অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, নিউরো সার্জন ও ডীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংশিলিষ্ট  চিকিৎসক বৃন্দ চিকিৎসা সেবা পরিচালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন