Daily News BD Online

নওগাঁর ধামুইরহাটে র‌্যাবের অভিযানে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-২


এ.বি.এম.হাবিব :
নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ইউসুফপুর ব্রীজমোড়ে র‌্যাবের অভিযানে ৪২বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার (২৬ মে)২০২৩ ইং তারিখে ২টায় সময় উপজেলার ইউসুফপুর ব্রীজের পাশে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ও ইজিবাইক যোগে নেশাজাতদ্রব্য ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুরের মৃত মফিজ দেওয়ানের ছেলে আল মাহমুদ দেওয়ান এবং নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মৃত-দফির উদ্দীনের ছেলে আব্দুল আলিম।    

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, দীর্ঘদিন থেকে তারা নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

এ বিষয়ে পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মাদক মামলা করা হয়েছে র‌্যাবের তরফ থেকে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন