শাহাদাত হোসেন মানিক :
বিকাশ পরিবহন দিন দিন আতঙ্কে পরিণত হচ্ছে।ছাত্রীকে শ্লীলতাহানি,যাত্রীর সাথে খারাপ আচারণ,ছাত্র-ছাত্রীদের হাপ হাস নিয়ে ঝামেলা, অন্য পরিবহনের সাথে প্রতিনিয়ত মারামারি যেনো তাদের প্রতিদিনের রোজি রুটিতে পরিনিত হয়েছে। রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চালক মো. মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। এ সময় ওই বাসটিও (ঢাকা-মেট্রো-ব-১২-০৬০৫) জব্দ করা হয়। একের পর এক অপরাধ করে যাচ্ছে বিকাশ পরিবহন, এতে সরাসরি সেল্টার দিচ্ছেন বিকাশ পরিবহনের মালিক সোহরাব হোসেন সহ তার ক্যাডার বাহিনী। অদক্ষ ড্রাইভার হেলপার দ্বারা পরিচালিত হচ্ছে বিকাশ পরিবহন। সোহরাব হোসেন সম্পর্কে খোজ খবর নিয়ে জানা যায়,পরিবহন পরিচালনা করার জন্য সোহরাব হোসেন একটি ক্যাডার বাহিনী তৈরী করেছেন।
প্রতিনিয়ত বিকাশ পরিবহন কিছু না কিছু ঝামেলা করেই যাচ্ছে, এমডি সোহারাব হোসেন তার ক্ষমতা বলে পার পেয়ে যাচ্ছেন। বিকাশ পরিবহন ঢাকা নিউমার্কেট থেকে রাজধানী তুরাগ ধউড় বেরিবাধ পর্যন্ত চলাচল শুরু করে।
Tags
বাংলাদেশ