সোহেল আহমেদ :
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ফরিদপুর শহরের আলীপুর মোড়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আবদুস সোবহানের সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান ।
সম্মেলনের উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছায়ীদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল সহ আরো অনেকে।
এসময় সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, কাজী আবদুস সোবহানকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন
Tags
বাংলাদেশ