Daily News BD Online

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

 
নওগাঁর নিয়ামতপুরে মানিক ভুঁইয়া (৪৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কানইল করবলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মানিক ভুঁইয়া জেলার পত্নীতলা উপজেলার কাঞ্চন এলাকার মৃত চৈতন্যের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল মতিয়ার রহমান।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মানিক ভুঁইয়ার প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় স্ত্রী ও সন্তান থাকার পরও তিনি নিয়ামতপুর উপজেলার কানইল করবলা গ্রামের প্রতিমা দাসীকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। দ্বিতীয় স্ত্রী আরেকজনকে বিয়ে করলে তাঁদের ছেলে সন্তান মানুয়েল ভুঁইয়াসহ করবলা গ্রামে বসবাস করতেন মানিক ভুঁইয়া। নিয়মিত চোলাই মদ খেয়ে এসে স্ত্রী প্রতিমা দাসীকে গালিগালাজ ও মারধর করতেন। বৃহস্পতিবার বিকেলে চোলাই মদ খেয়ে এসে আবারও স্ত্রীকে মারধর করেন। ছেলে মানুয়েল এসে মারধরের ঘটনা জানলে তার বাবাকে দড়ি দিয়ে বাড়ির বাইরে গাছের সাথে বেঁধে রাখেন। পরে ওই গ্রামের অনেকের অনুরোধে তাকে ছেড়ে দেন। রাত ৯ টার দিকে সকলে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। মানিক ভুঁইয়া বাড়ির ভেতরে ভ্যানের ওপর ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ওই গ্রামের লুদানি নামের এক নারী হাঁটতে বের হয়ে প্রতিমা দাসীর বাড়ির বাইরের আমগাছে মানিক ভুঁইয়া গলায় নাইলনের দড়ির সাথে ফাঁস দিয়ে ঝুলছে। তার চিৎকারে ছুটে এসে তার পরিবারের সদস্যরা তাকে নিচে নামালে মৃত অবস্থায় দেখে। পরে থানা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মানিক ভুঁইয়ার বড় ছেলে মানুয়েল ভুঁইয়া বলেন, আমার বাবা নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় এসে বাড়িতে অশান্তি ও আমার ছোট মাকে নিয়মিত মারধর করে। গতকালও একই ঘটনা ঘটায়। রাতে আমরা ঘরে ঘুমালেও বাবা ভ্যানের ওপর শুয়ে ছিল। এভাবে বাবা গলায় ফাঁস দিবে কল্পনা করতে পারি নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন