Daily News BD Online

সিলেটের ‘কালাইরাগ-নংজুরি’ পাথর আমদানি রুটে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরী হচ্ছে


নিজস্ব প্রতিবেদক (সিলেট)
: সিলেটে ‘কালাইরাগ-নংজুরি’ পাথর আমদানি রুট ঘোষিত হওয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরী হচ্ছে।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের উওর রণিখাই ইউনিয়নের কালাইরাগ মৌজার মেইন পিলার ১১৫১ এর সাব পিলার (১১এস-১২এস) এলাকা হতে ভারতের মেঘালয় রাজ্যের ইষ্ট খাসি হিলস, বড়পুঞ্জি, নংজুরি এলাকাকে পাথর (পাথর বোল্ডার,বোল্ডার পাথর,চুনাপাথর) আমদানির জন্য ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের সম্প্রসারিত আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছেন।
এস আর ও নং ০৫-আইন/২০২৩/১৪০/ কাষ্টমস, তারিখ ১১ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ।
জাতীয় রাজস্ব বোর্ড’র দায়িত্বশীল সুত্র জানায়,শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কো: লি: এর আবেদনের পরিপ্রেক্ষিতেই মূলত:ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের ‘কালাইরাগ-নংজুরি’ সম্প্রসারিত পাথর আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে।
শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা গেছে, তাদের কোম্পানীর সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ঘোষিত রুট দিয়ে পাথর আমদানি কার্যক্রম শুরু হবে বলে  তিনি আশাবাদী।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উওর রণিখাই ইউনিয়নের ফাইজুর রহমান বলেন,উপরোক্ত রুট দিয়ে পাথর আমদানি চালু হলে দেশের নির্মাণ শিল্প সিমেন্ট ফ্যাক্টরী গুলোতে পাথর বোল্ডার পাথর, ও চুনাপাথরের ক্রম:বর্ধমান চাহিদা অনেকটাই পূরণ হবে,এ এলাকায় তৈরী হবে বেকার মানুষজনের ব্যাপক কর্মসংস্থান।
কাষ্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের  উপ-কমিশনার মো: সোলাইমান হোসেন বললেন ,‘কালাইরাগ-নংজুরি’ রুটে পাথর,বোল্ডার পাথর,চুনাপাথর আমদানি কার্যক্রম চালু হওয়ার পর সীমান্ত এলাকা ও এলাকার আশে পাশের জনপদে থাকা হাজারো বেকার শ্রমিকদের কর্মসংস্থান তৈরীর পাশাপাশী সরকার ফি-বছর কোটি কোটি টাকা রাজস্ব পাবে, যা এক সময় জাতীয় অর্থনীতিতে  বড় ধরণের ভুমিকা রাখবে বলে আশা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন