Daily News BD Online

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোবাইল সহ গ্রেপ্তার ৪


উজ্জ্বল রায়, নড়াইল থেকে :

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াইলের নড়াগাতি থানা পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে যশোর ও নড়াগাতি থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, নড়াইলের নড়াগাতি থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  নির্দেশনায় নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় এসআই (নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইলের নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদ (২২) কে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিল তার সহযোগীর নাম প্রকাশ করলে পানিপাড়া থেকে শাহিনকে গ্রেপ্তার করে। সে পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে। এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্যা(৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (২৪) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন