Daily News BD Online

নওগাঁয় ১ম ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত


সাপাহার (নওগাঁ) প্রতিনিধঃ

নওগাঁ জেলার ২০২৩ সালের ১ম ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন আজ সকাল নয়টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রাজজ মোঃ আবু শামীম আজাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রাজজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রাজজ মোঃ মেহেদী হাসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, এ্যাডঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ আঃ রশিদ, এ্যাডঃ আবু মুসা, এ্যাডঃ মোঃ মকবুল হোসেনসহ  সর্বস্তরের বিচারকবৃন্দ, সিভিল সার্জন, গণপূর্ত, জেলা ম্যাজিস্ট্রেট, বিজিবি, জেলা কারাগার এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সরকারী কৌশলীবৃন্দ।
সভায় বক্তারা দ্রুত মামলা নিস্পত্তি ও তার অন্তরায় নিয়ে আলোকপাত করেন। উপস্থিত সদস্যবৃন্দ নওগাঁ জেলায় মামলা নিস্পত্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিচার প্রক্রিয়ায় যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন