Daily News BD Online

জয়পুরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু


মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া রেলগেট এলাকায়  ট্রাকের চাকায়  পিষ্ট হয়ে জামেলা বেওয়া(৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামের মৃত ইবাদত আলীর স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  শনিবার বেলা দুপুর আড়াটার দিকে  জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলির দিকে যাওয়া  একটি দ্রতগামী  ট্রাক  যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ট- ২২-৪৫৩১ আটাপাড়া  রেল ক্রসিং পার হওয়ার সময় উক্ত বৃদ্ধ মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( মহীপুর হাসপাতালে) নিয়ে যায়। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাককে আটক করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন