Daily News BD Online

চৌহালীতে মে দিবস পালিত


মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ
মালিক শ্রমিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌহালীতে মে দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে উপজেলার কুর্কী বেবীস্ট্যানে  বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
সোমবার (১লা মে)চৌহালী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন।  পরে  শোভাযাত্রা উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, মাসুদ রানা সহ প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি রবিউল ইসলাম মোল্লা (ভি.পি), সহসভাপতি আলমগীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোকুনুজ্জামান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক  প্রকৌশলী আবু বকর ছিদ্দিকীস প্রমূখ।
পরে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের জন্য ভূড়িভোজের আয়োজন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন