মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্লুইস গেট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরতুজাম্মেল এলাকায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান টিটু ও তার অনুসারীরা স্লুইস গেট দখল করতে যায়। এ সময় স্থানীয়দের সাথে সংঘর্ষে ৫ জন আহত হন।
আহত অহিদুল, আক্কাস সহ আরো ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মাহমুদ হাসান টিটু জানান, নয়াভাংগুনি গ্রামের আতিক ফরাজি নামের এক ব্যক্তির কাছ থেকে স্লুইস গেট ৭মাসের জন্য লিখিত ভাবে লিজ নিয়েছেন । রবিবার স্লুইস গেট বুঝে নিতে গেলে খালিদ, তুহিন, রেজাউল, রোমান, রিমু, জসিম মুন্সি, রওশন সহ আরো অনেকে তাদের উপর হামলা করেন।
ইউপি সদস্য মোঃ রওশন মৃধা জানান, এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার লোকজন ফোন করায় তিনি ঘটনা স্থানে গিয়ে নিয়ন্ত্রণ করার চেস্টা করেছেন। এই ঘটনার সাথে তার কোন সম্পর্ক নেই।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।