Daily News BD Online

গ্রীষ্মের খড়া রোদে -গোলাপ মাহমুদ সৌরভ


এই গ্রীষ্মের খড়া রোদে
ভোগান্তির নাই শেষ,
ক্লান্ত দেহ শান্তি খুঁজে
উত্তপ্ত দাবদাহ বেশ।
ফাটা মাটির হাহাকার
গরীব দুঃখী বেকার,
ফুটপাতে নাই বেচাকেনা
কষ্টে আছে হকার।
সকাল গড়িয়ে দুপুর হলে
বাড়ে রোদের তাপ,
খড়া রোদে চাষ করতে
গায়ে পড়ে চাপ।
হালের বলদ শুইয়ে পড়ে
ক্লান্ত যেন দেহ,
পশুপাখির স্বাস্থ্যের কথা
বুঝে নাত কেহ।
রাস্তার পাশে বৃক্ষের ছায়া
প্রতীক খুঁজে শান্তি,
তৃষ্ণায় যেন যায় শুকিয়ে
বাড়ছে দেহে ক্লান্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন