Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

আজ ৮ মে ২০২৩ খ্রি. (২৫ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ) বিকাল ৪টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ-এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাম ফারুক (মিথুন)এর  সঞ্চালনায়:-

আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবেন্দ্র নাথ উরাঁও, উপ-পরিচালক (স্থানীয় সরকার) চাঁপাইনবাবগঞ্জ, অধ্যক্ষ,প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এবং বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যক্ষ, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,  আদিনা ফজলুল হক সরকারি কলেজ, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন মো: আব্দুল মান্নান উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, ফারুকুল ইসলাম ফয়সাল জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী,মো: শফিকুল আলম শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ-বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আহমেদ মাহবুব-উল-ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর জেলার বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তীর বিভিন্ন আয়োজনের পরিসমাপ্তি ঘটে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন