Daily News BD Online

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবীতে মানবব্ধন


ভোলা জেলা প্রতিনিধিঃ

দ্বীপ জেলা ভোলা ভাসছে গ্যাসের উপর।বর্তমারে বাপেক্সের অধীনে ৯টি কুপ রয়েছে। প্রতিদিন ২৪০-২৫০ মিলিয়ন গ্যাস উৎপাদনের প্রস্তুত রয়েছে। ভোলার গ্যাস ভোলার জনসাধারনের গৃহস্থলীর কাজে ব্যবহারের সংযোগ না দিয়ে অন্য জেলায় নেয়ার পায়তারা চলছে। তার প্রতিবাদে এবং ভোলা জেলার ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেয়ার দাবীতে (১৩ মে) শনিবার সকাল ১১ ঘটিকায় পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামানের উদ্যোগে সদর রোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনেপৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক-সালাউদ্দিন লিংকন, বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন,পৌর আওয়ামী লীগের সভাপতি-নাজু মোল্লা, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক-জাকির হোসেন মহিন, অবিনাশ নন্দি প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে ভোলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী,সংগঠন, পৌর কাউন্সিলরসহ হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। ভোলার গ্যাস ভোলার গৃহস্থলী ও শিল্প কারখানার কাজে না দিয়ে অন্য দিকে নেয়ার চেষ্টা করলে বাধাসহ পরবতীতে কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনাদেন বক্তারা।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন