মোঃ শাখাওয়াত হোসেন ( বারিশাল) :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা নুতান বাজারে ৮ মে সোমবার গভীর রাতে ব্যবসায়িক দ্বন্দ্বে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক ৩ টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে বলাই পালের পুত্র সাগর স্টোরের প্রোপাইটার সাগর পাল (২৫) দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে মারা যান। অগ্নিকাণ্ডে বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। যার ক্ষয় ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকা, অগ্নিকাণ্ড খবর পেয়ে বাকেরগঞ্জ ও বরগুনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।
স্থানীরা ও ভুক্তভোগীরা জানান এটি কোন দুর্ঘটনা না পরিকল্পিতভাবে আগুন দিয়ে সাগর পালকে পুরিয়ে মারা হয়েছে। সাগর পালের পিতা বলাই পাল জানান আমার ছেলেকে এই বাজারের দোকানদার কোবির মুন্সী আরো দুই বার আমার ছেলের দোকানে চুরি ও হাইজ্যাক করাইছে তাতে সন্তুষ্ট না হয় এইবার পরিকল্পিত ভাবে কবির মুন্সি নির্দেশে তার দুই ছেলে আউয়াল মুন্সি, জাহিদ মুন্সি, ও ইমরান হোসেন আমার ছেলেকে পুরিয়ে মেরেছে। আমরা অভিযোগ দিলেও যথাযথ কর্তৃপক্ষ ও প্রশাসন আমাদের অভিযোগ আমলে নেয় না। আমরা এর তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলার ফায়ার স্টেশন অফিসার কুদ্দুস জানান আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হতে পারে। অন্য কোন কারণ থাকলে তা প্রশাসনের লোক তদন্ত করে বলতে পারবে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় বক্তব্য আনতে গেলে বাকেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার ইউনিফর্ম পরিদান না থাকায় ডিউটি আফিসার মাহামুদুল হাসান জানান, আগুনের খবর পেয়ে আমরা গিয়ে পোড়া অবস্থায় সাগর কে বের করে ময়নাতদন্তের জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি, আমরা কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
Tags
বাংলাদেশ