Daily News BD Online

শ্রীনগরে দেদাচ্ছে চলছে নিষিদ্ধ চায়না দোয়াইর তৈরি


শ্রীনগর প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেদাড়চ্ছে চলছে নিষিদ্ধ  চায়না দোয়াইর তৈরি।
৩০ এপ্রিল রবিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায় যে, রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যে দুটি চায়না দোয়াইর তৈরির কারখানা  কারখানা দুটির মালিক হলেন, সুইট শেখ কারখানা  সহ আশে পাশে আরো গড়ে ওঠেছে গড়ে উঠেছে, ভাগ্যকুল ইউনিয়নের শ্বাশান খোলার পাশে ঘোষ বাড়ি রোড মিলন মোল্লা ও রকিব শেখের কারখানা।
স্হানীয় লোকজন জানায় যে, এই চায়না দোয়াইর তৈরি কারখানা গুলোতে শিশু শ্রম দেয়া  হচ্ছে।
স্হানীয় লোকজন আরও বলেন যে, এই চায়না দোয়াইর আমাদের মৎস্য   সম্পদ একেবারেই ধ্বংস করে দিচ্ছে। এই চায়না দোয়াইর দিয়ে একেবারেই মাছের পোনা থেকে শুরু করে বড় আকারের মাছ জেলেরা শিকার করছে।
এভাবেই যদি মাছের বংশ ধ্বংস করা হয় তাহলে আমরা হাট বাজারে দেশীয় কোন পর্যাপ্ত পরিমাণে মাছ দেখতে পাবনা ও ক্রয় করতে পারবনা।
শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এদেরকে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন