Daily News BD Online

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম


শাহাদাত হোসেন মানিক :

ডেক্স নিউজ : কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাব্বির রানা পান্টু নামে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। আহত আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান তিনি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি।
শনিবার (৬ মে) সন্ধ্যায় তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গোরস্তানের সামনে পথ আটকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়।

পরে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মিরপুর থানায়  আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানের বড় ভাই আশাদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত ইটভাটা মালিক সাব্বির রানা পান্টুসহ ৫-৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ইটভাটা মালিক সাব্বির রানা পান্টুর নাম বাদ দিয়ে মামলা নেয়। এঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের লোকজন পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন