Daily News BD Online

সোনারগাঁয়ে মুনতাহার স্টিল মিলে লোহার চাপায় শ্রমিকের মৃত্যু,পর্যাপ্ত নিরাপত্তা ও দায়িত্বহীনতার অভিযোগ


মোঃ- নুর নবী জনিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মুনতাহার স্টিল মিলে লোহার চাপায় মো: শাকিল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাদীপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত মুন্তা ষ্টীল মিলে এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত অবস্থায় আহত শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পোনে এগারোটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

নিহত শ্রমিক শাকিলের সহকর্মী আরিফ জানান, নয়াপুর মুনতাহার স্টিল মিলে শ্রমিক হিসাবে কাজ করতো শাকিল। সকালে কাজ করার সময়ে সেখানে বেশ কিছু রড স্টোক থেকে পড়ে যায়, সে সময়ে সে এতে চাপা পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায় ।  তার বাবা'র নাম  দ্বীন ইসলাম,তার বাড়ি কেরানীগঞ্জ এলাকায়। বর্তমানে ঐ কারখানার ভিতরে কোয়ার্টারেই সে বসবাস করতো।  এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা অভিযোগ করে বলেন ফ্যাক্টরিতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও দায়িত্বহীনতার কারণে আজকের এই দুর্ঘটনাকে দায়ী করেন।

এবিষয়ে জানতে মুতাহার স্টিল মিলের এডমিন মিনহাজ কে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন