Daily News BD Online

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল গত ১৫ মে সোমবার রাত সাড়ে ৮টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল,২টি মোবাইল, ৪টি সিম কার্ড,২টি মেমোরীকার্ড ও ১টি মোটরসাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
তারা হলো,পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ছেলোবলো গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ ওয়াসিম আলী মন্ডল (২৭) ও বরণ পুকুরপাড় গ্রামের মোঃ জাকের মন্ডলের পুত্র মোঃ রমজানুল ইসলাম(২৫)।
র‍্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,অভিযুক্ত আসামীদ্বয় জয়পুরহাট জেলা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন