Daily News BD Online

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


পাপপু কুমার দে, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :


সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিকাপুরে বাস-এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪জন। এর ভিতরে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত রানু বেগম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার দক্ষিণ হাটা গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, সোমবার বিকেলে বগুড়া গামী একটি বাস বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের কালিকাপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি রোগী বাহী আম্বুলান্স এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে
থাকা ৩ জন নিহত হয় এবং এ্যাম্বুলেন্সের চালক ও বাসের ৩ যাত্রী সহ ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন