অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে দোকানদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোকসেদুল মোমিনের বিরুদ্ধে। ঘুষের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার ভয়ভীতি প্রদান করে অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নে ঈদের আগে প্রতিটি সেমাই এর দোকান থেকে জরিমানার ভয়ভীতি দেখিয়ে ৫০০ করে টাকা ঘুষ নেন তিনি।
একাধিক সূত্র জানায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাসোয়ারা দাবি করে আসছেন তিনি। দাবি পূরণ না করতে পারলেই তাদের বিরুদ্ধে জরিমানার হুমকি প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোকসেদুল মোমিন। এমনকি তার কর্ম সীমানা অতিক্রম করে বাজার কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন। তার ভয়ে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ।
তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কে বারংবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন , এর আগেও একটি অভিযোগ এসেছিল শুনেছিলাম। তবে যেহেতু আমি নতুন এসেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags
বাংলাদেশ