Daily News BD Online

পীরগঞ্জে প্রশাসনের চোখফাঁকি দিয়ে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়


আনোয়ার হোসেন, রংপর :

রংপর পীরগঞ্জে দিনদুপুরে প্রায় আড়াই লক্ষ টাকার গাছ কাটল টুকুরিয়া ইউনিয়নের (বটপাড়া) ছ মিলের মালিক ও কাঠ ব্যবসায়ী বেলাল হোসেন । সরজমিনে গিয়ে দেখা গেছে ওই ইউনিয়নের ভগবান পুত্র (আড়াপাড়া) গ্রামের সরকারি রাস্তার ৩৮ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে উল্লিখিত ছ মিলে স্তুপ করে রাখা হয়েছে । এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা আখিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, লোক মুখে গাছ কাটার কথা শুনে  ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলকে বিষয়টি অবহিত করে এসেছি , তিনি বলেন গাছগুলো কাটার জন্য অনুমতি নেওয়া হয়েছে । কিন্তু গাছ কাটার অনুমতির কাগজপত্র চাইলে দেখাইতে পারে নাই। চেয়ারম্যান সাহেব কে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয় নাই। উপজেলা বন অফিসার মিঠু তালুকদার বলেন ওই গাছ কাটার বিষয়ে  আমি কিছুই জানি না। সংশ্লিষ্ট ইউনিয়নের  বেশ কয়েকজন ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ এলাকাবাসীরা বলেন যদি বিনা অনুমতিতে গাছগুলো কর্তন করে গাছগুলো জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হোক ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন