Daily News BD Online

শমশেরনগর ট্রেনে উঠতে গিয়ে পা হারালো যুবক


আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠতে গিয়ে এক পা কাটা পড়েছে এক যুবকের। আহত সুমন কুমার বাংলাদেশ বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির বেসামরিক কর্মচারী (টিএস)। তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। ১২ মে শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনে এঘটনা ঘটে।

শমশেরনগর বিমান বাহিনী সূত্রে জানা যায়, ডিউটি শেষে কুলাউড়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য পাহাড়িকা এক্সপ্রেসে উঠার সময় নিছে পড়ে যান সুমন। এতে বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে আলাদা হয়ে যায়, ডান পায়ের গোড়ালিতে আঘাতপ্রাপ্ত হন। ট্রেন ছেড়ে দেওয়ার পর দৌঁড়ে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে খবর দেয়। পরে বিমান বাহিনীর সদস্যরা তাকে নিয়ে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় প্রেরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন