গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী(শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে ১লা মে দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাদ্য ব্যবসায়ী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি এ, কে,এম সামেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চাঁন, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বাজৎ রায়, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ । অপর দিকে ঝিনাইগাতী অটো শ্রমিক ইউনিয়নের আয়োজনে রজব আলীর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস,এম,এ ওয়ারেজ নাইম । অন্যান্যদের মধ্য থেকে বনিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, রাজু শেখ প্রমুখ । জাতীয় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শ্রমিকলীগের সভাপতি ফটিক মিয়ার সভাপতিত্বে সাধার সম্পাদক শাহাজাহান বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চাঁন । এ ছাড়াও শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে উপজেলায় পৃথক পৃথক ভাবে ১লা মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে ।
Tags
বাংলাদেশ